জুমের জনপ্রিয়তাকে ঠেকাতে মাঠে নামল ফেসবুক
ফেসবুক নিয়ে এল ফেসবুক মেসেঞ্জার রুম, যাতে একসঙ্গে ৫০ জন পর্যন্ত একসঙ্গে ভিডিয়ো কল করতে পারেন। তবে জুমের ফাঁকফোকর ঠেকাতে বেশ কিছু ব্যবস্থা নিয়েছে ফেসবুক। এনেছে নতুন কিছু ফায়ার ওয়াল। ফেসবুক লাইভে এসে এই ঘোষণা করেছেন সংস্থার সিইও মার্ক জুকেরবার্গ।
তিনি বলেন, মেসেঞ্জার রুমে যেমন যে কেউ নিজের ব্রাউজার দিয়ে যোগ দিতে পারবেন, তেমনই হোস্ট নতুন গেস্টকে লকও করতে পারবেন। থাকছে চোদ্দটি নতুন ক্যামেরা ফিল্টার। ফেসবুকের মাধ্যমে রোজ সত্তর কোটি মানুষ পৃথিবীময় যোগাযোগ রাখেন। তাঁরা যাতে এবার এই করোনাকৃত সামাজিক দূরত্বের সময়ে কাছাকাছি আসতে পারেন, তার চেষ্টাতেই মেসেঞ্জার রুম লঞ্চের সিদ্ধান্ত ফেসবুকের।
